Logo
Logo
×

খেলা

চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে দলের ত্রাতার ভূমিকায় ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

রাহুলের ১০১ রানের ইনিংসের পরও প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩ উইকেট নেন এই টেস্টে অভিষেক হওয়া আরেক পেসার নান্দ্রে বার্গার।

জবাবে ব্যাটিংয়ে নেমে ডিন এলগারের ১৮৫ রানের ইনিংসে ভর করে ৪০৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে এছাড়া ৮৬ ও ৫৬ রান করে করেন মার্কু জেনসেন ও নান্দ্রে বার্গার। ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপদে পড়ে যায় ভারত। কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে ১১৩ রানে ৮ উইকেট হারায় সফরকারী ভারত। 

ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬৭ রানে অপরাজিত থাকা কোহলিকে সঙ্গ দিচ্ছেন লেজের ব্যাটসম্যানরা। ইনিংস পরাজয় এড়াতে হলে ভারতকে আরও ৪২ রান করতে হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম