ডিন এলগারের সেঞ্চুরিতে চাপে কোণঠাসা ভারতীয় ক্রিকেট দল। বক্সিং ডে টেস্টে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের লোকেশ রাহুল ও দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডিন এলগার।
সেঞ্চুরিয়নে আগে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া ভারত লোকেশ রাহুলের (১০১) সেঞ্চুরিতে ২৪৫ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৫ উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ওপেনার এইডেন মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ডিন এলগারের সঙ্গে ৯৬ রানের জুটি গড়ে ফেরেন টনি ডি জরি।
একটা সময়ে এক উইকেটে দক্ষিণ আফ্রিসার সংগ্রহ ছিল ১০৪ রান। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ৬২ বলে ২৮ রানে ফেরেন টনি ডি জরি। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানে ফেরেন কাগিন পিটারসেন।
চতুর্থ উইকেটে ডেভিড বেডিংহামের সঙ্গে ১৩১ রাটের জুটি গড়েন ওপেনার ডিন এলগার। এই জুটিতেই ক্যারিয়ারের ৮৫তম টেস্টে ১৪তম সেঞ্চুরি তুলে নেন ডিন এলগার। অভিষেক টেস্টে খেলতে নেমে ৮৭ বলে ৫টি চারের সাহায্যে ৫৬ রানে ফেরেন ডেভিড বেডিংহাম।
বৃষ্টির আগে খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান। ১১ রানের লিড প্রোটিয়াদের। ১৪০ রানে ব্যাট করছেন ডিন এলগার। ৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মার্কো জেনসেন।