Logo
Logo
×

খেলা

রাহুলের সেঞ্চুরির পরও ২৪৫ রানে অলআউট ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম

রাহুলের সেঞ্চুরির পরও ২৪৫ রানে অলআউট ভারত

বক্সিং ডে টেস্টে লোকেশ রাহুলের সেঞ্চুরির পরও ২৪৫ রানে অলআউট ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় সফরকারীরা। 

কাগিসো রাবাদা ও অভিষিক্ত পেসার নান্দ্রে বার্গারের গতির মুখে পড়ে ২৪ রানে ৩ উইকেট হারানো ভারতকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল। 

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে তিন অঙ্কের ম্যাজিকফিগার স্পর্শ করেন রাহুল। ১৩৭ বল মোকাবেলা করে ১৪টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১০১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। 

এছাড়া ভারতেরে হয়ে ৩৮ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৩১ রান করেন স্রেয়াশ আইয়ার। ২৪ রান করেন শার্দুল ঠাকুর। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৯ রানে ৫ উইকেট শিকার করেন তারকা পেসার কাগিসো রাবাদা। ৩ উইকেটে নেন এই টেস্টে অভিষেক হওয়া পেসার নান্দ্রে বার্গার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম