Logo
Logo
×

খেলা

‘এখানে যারা আছে বেশিরভাগ বিশ্বকাপে খেলবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

‘এখানে যারা আছে বেশিরভাগ বিশ্বকাপে খেলবে’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের যে দলটি খেলতে গেছে সেই দলের অধিকাংশ ক্রিকেটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে। এমনটিই বলছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

নিউজিল্যান্ডের নেপিয়ারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার হাথুরুসিংহে বলেন, ছেলেদের জন্য এ সিরিজটা পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। দল নির্বাচনটাও এভাবে হয়েছে। নির্বাচকরাও এভাবেই ভাবছেন। এখন কাজটা করে দেখানো ছেলেদের ওপর নির্ভর করছে। 

কোচ আরও বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, বিপিএলও আছে। আমাদের কম্বিনেশন বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই পরিকল্পনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম