Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়, যা বললেন সাবেক কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়, যা বললেন সাবেক কোচ

অ্যালান ডোনাল্ড বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন বিশ্বকাপের শেষের দিকে। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। যাওয়ার সময় বলেছিলেন শিষ্যদের কখনো ভুলবেন না তিনি। 

শিষ্যদের প্রতি ভালোবাসা যে তার একটুও কমেনি তার প্রমাণ মিলল আবার। নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথমবার ওয়ানডেতে হারানোর পর তানজিম হাসান, শরীফুল ইসলামদের প্রশংসা করেছেন সাবেক এই বোলিং কোচ।

তিনটি হাততালির ইমোজির সঙ্গে শরীফুলের উইকেট উদযাপনের ছবি দিয়ে ইনস্টাগ্রামে ডোনাল্ড লিখেছেন- ‘বাংলাদেশের ইঞ্জিন রুম দারুণ কাজ করেছে।’ 

গত পরশু নেপিয়ারে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। কিউইদের গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের চার পেসার। 

শরিফুল, তানজিম ও সৌম্য তিনটি করে উইকেট নেন। একটি উইকেট পান মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারদের প্রতি ডোনাল্ডের এই ভালোলাগা নতুন নয়। বাংলাদেশ দলে কাজ করার সময় পেসারদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম