অস্ট্রেলিয়ায় জয় পেতে পাকিস্তানকে যা করতে হবে, জানালেন চ্যাপেল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
![অস্ট্রেলিয়ায় জয় পেতে পাকিস্তানকে যা করতে হবে, জানালেন চ্যাপেল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/24/image-754994-1703422725.jpg)
অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।
সফরের শুরুতে পার্থ টেস্টের চতুর্থ ইনিংসে ৪৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই অলআউট হয় পাকিস্তান। ৩৬০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে যায় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার মাঠে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে হারাতে হলে যা করতে হবে তা জনালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল।
অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ৪৪১ রান করা চ্যাপেল বলেন, অস্ট্রেলিয়ায় ম্যাচ জিততে কী লাগে? প্রথম জিনিসটি হলো অসিদের চোখে তাকানো। তাদের দেখান আপনি তাদের সমান। ভারত সাম্প্রতিক সময়ে এই পাঠ শিখেছে, তাদের অবস্থানে দাঁড়িয়ে আগ্রহের সাথে জবাব দিয়েছে। পাকিস্তান ক্রিকেট দলও যদি সেটি করতে পারে তাহলে চলতি সিরিজে কামব্যাক করতে পারবে।