Logo
Logo
×

খেলা

পাকিস্তানি পেসারদের গতি কমে যাওয়ায় অবাক স্টার্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

পাকিস্তানি পেসারদের গতি কমে যাওয়ায় অবাক স্টার্ক

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের পেসারদের গতির অভাব বেশ ভাবাচ্ছে। দলটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস প্রশ্ন তুলেছেন পেসারদের গতি নিয়ে। একই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক মিচেল স্টার্ক। 

স্টার্ক বলেন, আমি মনে করি সবাই পাকিস্তানের বোলারদের নিম্নগতিতে কিছুটা অবাক হয়েছে। যেসব বোলার ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে তাদের গতি যদি হঠাৎ কমে যায় তাহলে তো চোখে পড়বেই! 

অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও বলেন, আপনি যদি স্কটল্যান্ডের বোলারদের দিকে তাকান দেখবেন তারাও অনেক গতিতে বল করতে পারে। পাকিস্তানের পেসাররা সব সময়ই গতির দিক থেকে শীর্ষে ছিল, অথচ চলতি সিরিজে তাদের গতি কমে গেছে। 

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেছিলেন, আমরা অস্ট্রেলিয়া সফরে ফাস্ট বোলিং নিয়ে সব সময়ই রোমাঞ্চিত থাকি। এবার এমন কিছু দেখছি না। আমি দেখছি, মিডিয়াম পেসার, স্লো-মিডিয়াম পেসার, অলরাউন্ডার। প্রকৃত গতিময় কোনো বোলার নেই। মানুষ দেখতে আসে পাকিস্তানি পেসাররা দ্রুতগতিতে দৌড়ে আসছে এবং ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছে। এবার সেটি দেখছি না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম