Logo
Logo
×

খেলা

কোহলির দুর্বলতা কোথায়, ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

কোহলির দুর্বলতা কোথায়, ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। ইতোমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ করেছে দুদল । টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, বাকি দুই ম্যাচে একটি করে জিতেছে উভয়ই দল। তবে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।

এবার দুদল সাদা পোশাকের লড়াইয়ে নামবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।

তবে পারিবারিক কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কিন্তু কোহলির টেস্ট সিরিজ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ফলে প্রোটিয়া বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন তিনি।

সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলে দিলেন কোহলির দুর্বলতা কোথায়।

তিনি বলেন, বিরাটের মতো ব্যাটারকে আউট করতে হলে আলাদা পরিকল্পনা নিতেই হবে। এমন কিছু করতে হবে, যা ওর ভাবনাচিন্তার বাইরে। 

ডি ভিলিয়ার্স বলেন, একনাগারে চতুর্থ স্টাম্পে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে। সেটা দুনিয়ার সব বোলারই জানে। ওর সেই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে এবার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম