Logo
Logo
×

খেলা

নিলামে দল না পেলেও আইপিএল খেলার সুযোগ থাকবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

নিলামে দল না পেলেও আইপিএল খেলার সুযোগ থাকবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম চলছে। দুবাইয়ে চলমান নিলামে নাম রয়েছে ৩৩৩ জন ক্রিকেটারের। ১০টি দলে জায়গা খালি আছে মাত্র ৭৭ জন ক্রিকেটারের। 

নিলামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে পছন্দের তারকাকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। আইপিএলের প্রথম রাউন্ডে যে সব ক্রিকেটার অবিক্রীত থাকবেন তাদেরও খেলার সুযোগ থাকবে। 

নিলামের একেবারে শেষ বেলায় অবিক্রীত থাকা ক্রিকেটারদের নাম ফের নিলামে তোলা হবে। তখন কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের নিতে পারবেন।

কারণ নিলামের শুরুর দিকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা তারকা ক্রিকেটারকে দলে নিতেই বেশি ব্যস্ত থাকে। তখন দেখা যায় অনেক আনকোরা কিন্তু পারফর্মার অবিক্রীত থেকে যান। তাদের মধ্য থেকে কাউকে নিতে চাইলে নিলামের শেষ সময়ে ফের নাম তোলা হলে তাদের কিনতে পারবেন মালিকরা।

শুধু তাই না, নিলাম শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো ক্রিকেটার দল না পান তারপরও তার খেলার সুযোগ থাকবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে কোনো ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে খেলতে পারবেন। তবে তার নাম নিলামের তালিকায় থাকতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম