প্রথম বাংলাদেশি হিসেবে যে বাজে রেকর্ড গড়লেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচে বাজে নজির গড়লেন সৌম্য সরকার। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৪ বলে শূন্য রানে ফেরেন।
শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা এই ওপেনার এদিন বল হাতেও সুবিধা করতে পারেননি। ৬ ওভার বোলিং করে ১০.৬৩ গড়ে রান খরচ করেন।
সৌম্যর এমন বাজে পারফরম্যান্সের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ২৪৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ ৯ উইকেটে ২০০ রানে ইনিংস গুটিয়ে ৪৪ রানে হারে।
এদিন শূন্য রানে আউট এবং ৬ ওভারে ৬৩ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি সৌম্য। শুধু তাই নয়, প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যানের ক্যাচও ধরতে পারেননি।
ওয়ানডেতে এক ম্যাচে ওভারে ১০-এর বেশি রান খরচ এবং ডাক মারা প্রথম বাংলাদেশি অলরাউন্ডার সৌম্য সরকার। বিশ্বে তার অবস্থান তিনে। এই তালিকায় আরও আছেন-
অলরাউন্ডার বোলিং বিশ্লেষণ প্রতিপক্ষ সাল
জহির খান ৭-০-৭২-০ পাকিস্তান ২০০৪
শাপুর জরদান ৭-০-৭১-০ আয়ারল্যান্ড ২০১৭
সৌম্য সরকার ৬-০-৬৩-০ নিউজিল্যান্ড ২০২৩
ইফতেখার আনজুম ৫-০-৫৩-০ শ্রীলঙ্কা ২০০