Logo
Logo
×

খেলা

খেলা চলাকালীন গ্যালারিতে সমর্থকের মৃত্যু, ম্যাচ বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ এএম

খেলা চলাকালীন গ্যালারিতে সমর্থকের মৃত্যু, ম্যাচ বাতিল

লা-লিগায় ঘরের মাঠে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে মর্মান্তিক কারণে। দুই দলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক, পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রোববার এ কারেণ ম্যাচটি বাতিল করা হয়েছে।

গ্রানাদার নুয়েভো লস কারমেনেস স্টেডিয়ামে দুই দলের ম্যাচ ১৮ মিনিট পর্যন্ত এগিয়েছে তখন। কিন্তু এর পরই রেফারি ম্যাচটি থামিয়ে দেন। গ্যালারি থেকে তখন জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন এ কথা জানান ক্লাব কর্মকর্তাদের।

এ সময় খেলা বন্ধ হওয়ার পরও দুই দলের ফুটবলাররা প্রায় ২০ মিনিট সময় মাঠেই ছিলেন। পরে তারা ফিরে যান ড্রেসিংরুমে। তখন ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।

এর পর লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। পরে আবার কখন হবে তা জানিয়ে দেওয়া হবে। এদিকে গ্রানাদা পরে এক বিবৃতিতে জানিয়েছে, সমর্থক মারা গেছেন তিনি ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম