আইসিসির মাসসেরার মনোনয়নে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
বাংলাদেশের নারী ক্রিকেটাররা গত কয়েক মাস দুর্দান্ত পারফর্ম করছেন। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর সুফল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সেরাদের তালিকায়ও মনোনয়ন পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। প্রথমে অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর ৪ থেকে ১০ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়লাভ করা বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন পিংকি। শেষ ওয়ানডেতে করেছেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ১১৩ রান করেন পাকিস্তানি নারী ক্রিকেটার সিদরা আমিন। আর নাহিদা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। যা নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নাহিদা, পিংকির সঙ্গে নভেম্বরের মাসসেরার মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার সাদিয়া ইকবাল। নাহিদার পর নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন সাদিয়া।
যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ১৩ রান খরচ করে নেন ৪ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর।