টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। টাইগারদের প্রথম উইকেট হারাল ২৯ রানে। ১১তম ওভারে মিচেল স্যান্টনার ভেঙে দিলেন উদ্বোধনী জুটি। ৮ রান করে মিড অনে কেন উইলিয়ামসনের ক্যাচ হন জাকির হাসান। ২৪ বলের ইনিংসে ছিল ১ চার।
৫ বলের মধ্যে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও প্যাভিলিয়নে ফিরেছেন। পরের ওভারে প্রথম বলে তাকে টম ল্যাথামের ক্যাচ বানান এজাজ প্যাটেল। ৪০ বলে ২টি চারে ১৪ রান করেন জয়।
প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩ ওভারে ৩৫/১ (মুমিনুল ৩*, শান্ত ৩*, জয় ১৪, জাকির ৮)
সিলেট টেস্ট জয়ের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা। আর ইশ সোধির বদলে মিচেল স্যান্টনারকে নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে সতর্ক স্বাগতিকরা।
সিলেটে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের আনন্দে মাততে পারবে নাজমুল হোসেন শান্তর দল। আর যদি জিততে পারে, তা হলে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ করার স্বাদ দিতে পারবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
ক্রিকেটের লম্বা ফরম্যাটে প্রায় ২৩ বছর পার করে ফেলেছে বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে ক্রিকেটের এই অভিজাত সংস্করণে নানা চড়াই-উতরাই পেরিয়েছে তারা। এর মধ্যে ব্যর্থতার পাল্লা ভারি হলেও কিছু জয় বাংলাদেশকে দিয়েছে স্বস্তিও। যেমন গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল জয়। ১৩৯ টেস্ট খেলা বাংলাদেশের কেবল ১৯তম জয় এটি। তবে যেভাবে এসেছে তা প্রশংসা পাওয়ার মতোই। সিলেটের মতো ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে ঢাকাতে এমন ফল সম্ভব।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।