Logo
Logo
×

খেলা

পিএসএলের নিলাম ১৩ ডিসেম্বর, সর্বোচ্চ মূল্যে সাকিবসহ আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

পিএসএলের নিলাম ১৩ ডিসেম্বর, সর্বোচ্চ মূল্যে সাকিবসহ আছেন যারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম আগামী ১৩ ডিসেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে। নিলামে নিবন্ধন করা ২৫৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি ৩৪টি ম্যাচে অংশ নিবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরু হয়ে ১৮ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।  

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।

প্ল্যাটিনাম ক্যাটারিতে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ২০ জন বিশ্ব তারকা। 

প্ল্যাটিনাম ক্যাটাগরীতে আছেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের তারকা অ্যালেক্স হেলস, ডেভিড উইজ, জেমস ভিন্স, আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, স্পিনার মুজিব উর রহমান, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেনের মতো তারকারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম