Logo
Logo
×

খেলা

কাল দ্বিতীয় টেস্ট 

যে কারণে একাদশ নিয়ে বেশি তথ্য দিলেন না হাথুরু

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পিএম

যে কারণে একাদশ নিয়ে বেশি তথ্য দিলেন না হাথুরু

হাথুরুসিংহ, ফাইল ছবি

আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় এখন টাইগারদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। মিরপুরে হওয়ায় এই ম্যাচের একাদশ নিয়ে কৌতূহল রয়েছে সবার।

তবে ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে বেশি তথ্য দিলেন না টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহ। তার মতে, নিউজিল্যান্ড হয়তো শুনবে, এ কারণে খুব বেশি তথ্য দিতে চাই না।

আজ হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের সীমাবদ্ধতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে না খেলা পর্যন্ত প্রেডিক্ট করা মুশকিল। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।

তিনি আরও বলেন, কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিষ্কার। 

তিনি বলেন, ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম