স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামেই কিংবদন্তির মাইলফলক ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শাই হোপ। গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে শাই হোপের সেঞ্চুরিতে জিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উইন্ডিজ।
৩২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শাই হোপের ৮৩ বলে ৪টি চার আর ও ৭টি ছক্কায় সাজানো ১০৯ রানের ঝলমলে ইনিংসে ভর করে ৭ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ১১৪তম ইনিংসে ১৬তম সেঞ্চুরির করার মধ্য দিয়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শাই হোপ।
ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান সংগ্রহের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস ও ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির মাইলফলক স্পর্শ করেন হোপ।
ওয়ানডেতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলি দ্রুততম ১১৪ ইনিংসে ৫ হাজার রান করেন। তাদের সেই মাইলফলক স্পর্শ করেন হোপ।
তবে ওয়ানডেতে মাত্র ৯৭ ইনিংসে ৫ হাজার রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ১০১ ইনিংসে সমান রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলা।