Logo
Logo
×

খেলা

আইপিএলের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম

আইপিএলের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে বাংলাদেশের ৯ ক্রিকেটার নাম দিয়েও খেলার সুযোগ পাননি।।

এবার বাংলাদেশ থেকে ২ জন নারী আইপএলে খেলার আগ্রহ প্রকাশ করে নাম পাঠন। শনিবার নিলামে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

নারীদের আইপিএলের নিলামে এবার নাম পাঠান পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। তাদের দুজনেরই নাম রয়েছে নিলামের তালিকায়। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

আগামী ৯ ডিসেম্বর মুম্বাইতে হতে যাওয়া নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ১০৪ জনই ভারতের। ৬১ জন আছেন অন্যান্য দেশের।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয় রাবেয়ার। এই সময়ে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট। ভারতীয় দলের বাংলাদেশ সফরে দারুণ করেন তিনি। ভারতকে শেষ টি-টোয়েন্টিতে হারানোর ম্যাচে রাবেয়া নেন ৩ উইকেট।

২০২২ সালে ক্যারিয়ার শুরু করা ১৮ পেরুনো মারুফা ১ ২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। দারুণ গতি আর স্যুয়িংয়ের কারণে ডাহনাতি পেসার নজর কাড়েন সবার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা আছে মারুফার। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম