Logo
Logo
×

খেলা

২২ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

২২ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে ৩টিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ভারত।

রোববার ভারতের বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করা ভারত এরপর মাত্র ২২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফ। তার শিকার হয়ে ফেরেন ভারতীয় তরুণ ওপেনার ইয়েসবি জসওয়াল। তিনি মাত্র ১৫ বলে এক চার আর ২ ছক্কায় ২২ রান করে ফেরেন। 

এরপর আর কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক সুরাইয়া কুমার যাদব ও রিংকু সিং। 

৫৫ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন স্রেয়াশ আইয়ার ও জিতেশ শর্মা। পঞ্চম উইকেটে তারা ২৪ বলে ৪২ রানের জুটি গড়েন। দলীয় ৯৭ রানে ফেরেন জিতেশ শর্মা। তার আগে ১৬ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করেন।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম