ম্যাথুসের মতো ‘টাইমড আউট’ পাকিস্তানের ব্যাটসম্যান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে লংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেন সাকিব আল হাসান। ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এটাই প্রথম ‘টাইমড আউটের ঘটনা।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ‘টাইমড আউট’ পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মাকসুদ।
শনিবার পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ‘টাইমড আউট’ হয়েছেন শোয়েব মাকসুদ। চলমান এই টুর্নামেন্টে আজাদ জম্মু এবং কাশ্মীরের মুখোমুখি হয়েছিল মুলতান। সেখানে ব্যাটিংয়ে দেরিতে ক্রিজে আসায় টাইমড আউটের শিকার হন মাকসুদ।
এই তো শুরু "সাকিব দশা"
— Sujon Mahmud (@Sujon52) November 25, 2023
timed out __ Sohaib Maqsood pic.twitter.com/nFSjVyouLD
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে।