‘ওয়ার্নারের অবসরের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৪ ও ২৬ ডিসেম্বর পার্থ আর মেলবোর্ন এবং ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের ম্যাচ তিনটি।
নতুন বছরের শুরুতে পাকিস্তানের সঙ্গে সিডনি টেস্টে খেলেই প্রায় ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানতে চান অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য সাবেক তারকা অলরাউন্ডার সাইমন ও’ডোনেলের মতে, কোনো নির্দিষ্ট সময়ে গিয়ে ক্যারিয়ারের ইতি টানার ‘অধিকার’ কারও নেই।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট খেলা ও’ডোনেল বলেন, ‘আমি বিদায়ী সফর পছন্দ করি না। স্টিভ ওয়াহর সময়ে বা মার্ক টেলরের সময়েও এটি আমার পছন্দ ছিল না। আমার মনে হয় আপনাকে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি করতে পারা সম্মানের। আমার মনে হয় না কারও অধিকার আছে এটি বলার, ‘আমি এ বছরের ৩০ জুন শেষ করব।’
ওয়ার্নারের অবসর নিয়ে ও’ডোনেল, ‘সাদা বলে সমস্যা নেই। কিন্তু লাল বলে, আমার মনে হয় ওয়ার্নারের অবসরের সময় এসে গেছে।’