Logo
Logo
×

খেলা

বিয়ের কারণে ‘বড় ছাড়’ পেলেন ইমাম ও ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

বিয়ের কারণে ‘বড় ছাড়’ পেলেন ইমাম ও ফাহিম

বিয়ের কারণে ‘বড় ছাড়’ পেলেন ইমাম ও ফাহিম

পাকিস্তানি ক্রিকেটার ইমাম উল হক এবং ফাহিম আশরাফকে তাদের আসন্ন বিয়ের কারণে বড় ধরনের ছাড় দিয়েছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। বিয়ের উৎসব যেন তারা ভালোভাবে করতে পারেন সেজন্য তাদের অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিতে হবে না। 

পিসিবির নতুন টিম ডিরেক্টর ও কোচ মোহাম্মদ হাফিজ ইমাম ও ফাহিমকে ক্যাম্পে যোগ না দেওয়ার অনুমতি দিয়েছেন বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইমামের বিবাহের উৎসব আগামী ২৩ নভেম্বর লাহোরে শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে একটি কাওয়ালি নাইট রয়েছে। তার পর ২৫ নভেম্বর বহুল প্রত্যাশিত নিকাহ অনুষ্ঠান এবং ২৬ নভেম্বর রাতে ওয়ালিমা সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অপরদিকে ফাহিম আশরাফের ওয়ালিমা সংবর্ধনাও ২৬ নভেম্বর বিকেলে ফুল নগরে অনুষ্ঠিত হবে।

খবরে বলা হয়েছে, উভয় খেলোয়াড়ই অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। রাওয়ালপিন্ডিতে ২২ (আজ বুধবার) নভেম্বর থেকে প্রাক সফর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হওয়ার কথা; যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পের গুরুত্ব সত্ত্বেও টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ ইমাম ও ফাহিমকে এ অনুমতি দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ঠিক আগে অর্থাৎ আগামী ৩০ নভেম্বর লাহোরে স্কোয়াডের সঙ্গে তারা দুইজন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এখানে উল্লেখ্য যে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান এবং পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররা বিকেলে ফাহিমের ওয়ালিমায় যোগদানের জন্য রাওয়ালপিন্ডি থেকে ফুল নগরে যাত্রা করবেন। এর পর রাতে ইমামের ওয়ালিমার জন্য লাহোরে যাত্রা করবেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম