Logo
Logo
×

খেলা

ভারত না অস্ট্রেলিয়া কে হবে চ্যাম্পিয়ন, তারকার ভবিষ্যদ্বাণী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম

ভারত না অস্ট্রেলিয়া কে হবে চ্যাম্পিয়ন, তারকার ভবিষ্যদ্বাণী

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে ১০টি দল অংশ নেয়। ৪৬ দিনব্যাপী চলা টুর্নামেন্টের ৪৮তম ম্যাচ তথা ফাইনালে আগামীকাল রোববার অংশ  নেবে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের পর্দা নামবে। 

বিশ্বকাপের এবারের আসরে কে চ্যাম্পিয়ন হবে? দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভারত নাকি রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কে চ্যাম্পিয়ন হবে? ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী করেছেন দুই দেশের দুই মহা তারকা। 

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ভারত এখন বেশ ছন্দে আছে। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণ খেলছে। আর একটা ম্যাচ বাকি। জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেভাবে এতদিন খেলেছে রোহিতরা, সেভাবেই যদি ফাইনালে খেলতে পারে তাহলে ট্রফি না জেতার কোনও কারণ দেখছি না। ভারতকে আটকানো বেশ কঠিন হবে। তবে অস্ট্রেলিয়াও কম লড়াই দেবে না। ওদের হাতেও শক্তিশালী ক্রিকেটার রয়েছে। দল হিসেবেও ভালো। ভারতকে সাবধানে থাকতে হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য শুভকামনা।

১৯৯৯ সালের বিশ্বকাপে স্টিভ ওয়ার নেতৃত্বে ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। এবারের ফাইনালের আগে স্টিভ ওয়া বলেন, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াকে দেখে দারুণ লাগছে। বিশ্বকাপ জিতলে অধিনায়ক প্যাট কামিন্সের মুকুটে নতুন পালক যোগ হবে। একই সঙ্গে একটা উত্তরাধিকার রেখে যাবে। কখনও সেই জিনিস ওর থেকে হারাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম