Logo
Logo
×

খেলা

আইসিসির যে নিয়মে পরিবর্তন চান বিশ্বকাপজয়ী তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

আইসিসির যে নিয়মে পরিবর্তন চান বিশ্বকাপজয়ী তারকা

বিশ্বকাপের মাঝেই একটি নিয়ম বদলের দাবি তুললেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী তারকা সনথ জয়সুরিয়া। শ্রীলংকার সাবেক অধিনায়ক টুইটারে একটি পোস্টে বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, আইসিসির এই নিয়মে খেললে একদিনের ক্রিকেটে দ্বিগুণ রান এবং শতরান হতো শচীন টেন্ডুলকারের। 

একদিনের ক্রিকেটের একটি নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন জয়সুরিয়া। দুটি নতুন বলের ব্যবহার মেনে নিতে পারছেন না তিনি। ২০১১ সালে এই নিয়ম চালু করে আইসিসি। একটি ইনিংসে দুটি নতুন প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হচ্ছে। এতে বলের আকার ঠিক থাকে। কারণ একটি বল ২৫ ওভারের বেশি ব্যবহার করা হয় না। বল শক্ত থাকায় ব্যাটাররা তার পূর্ণ সুবিধা কাজে লাগাচ্ছেন। ফলে রানও বাড়ছে।

এই বিষয়ে একটি টুইট করেছিলেন ওয়াকার ইউনুস। সেটিই রিটুইট করে নিজের মত জানিয়েছেন জয়সুরিয়া। ওয়াকার লেখেন, ‘একদিনের ক্রিকেট ব্যাটারদের পক্ষে। আইসিসি’কে আমার পরামর্শ, দুটি নতুন বলেই শুরু করো। একটা বল ৩০ ওভারের পর নাও। আরেকটা থাকুক। ইনিংস শেষে সেই বলের বয়স হবে ৩৫ ওভার। ফলে শেষের দিকে রিভার্স সুইং দেখতে পারব। রিভার্স সুইংয়ের শিল্পটা বাঁচিয়ে রাখো।’ 

ওয়াকারের বক্তব্যকে সমর্থন জানিয়ে জয়সুরিয়া বলেছেন, ‘আমি ওয়াকারের সঙ্গে একমত। কিছু বদল করতেই হবে। যদি শচীন দুটি নতুন বলে খেলত এবং আমাদের যুগে যদি এখনকার মতো পাওয়ারপ্লে থাকত, তাহলে ওর রান এবং সেঞ্চুরি দ্বিগুণ হতো।’ আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম