Logo
Logo
×

খেলা

শ্রীলংকার ক্রিকেটের দুর্দশা নিয়ে যা বললেন নির্বাচক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

শ্রীলংকার ক্রিকেটের দুর্দশা নিয়ে যা বললেন নির্বাচক

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) দুর্নীতি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপের কারণে তাদের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পায় শ্রীলংকা। ১৯৯৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। কিন্তু বিশ্বকাপের চলতি আসরে ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় দ্বীপ রাষ্ট্রটি। 

দলের এমন বাজে পারফরম্যান্স, দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। 

এসএলসির বর্তমান অবস্থা নিয়ে লংকান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক প্রমোদ বিক্রমাসিংহে মঙ্গলবার এক বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার বিশ্বাস শ্রীলংকা ক্রিকেটের বর্তমান এই দুর্দশা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে চলা বহু ষড়যন্ত্রের ফল। শ্রীলংকা ক্রিকেটে নিষেধাজ্ঞা এসেছে এসব কারণেই। এসব ষড়যন্ত্রের পেছনে আমি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। যারা এসব করছে তারা খেলা বাঁচানোর ভান করে আবার অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত।’ 

বিক্রমাসিংহে আরও বলেছেন, ‘এসব ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি হলো নির্বাচক কমিটির পেশাদারির প্রতি জনগণের আস্থা নষ্ট করা।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম