বাবরকে অধিনায়কত্ব থেকে সরালে ভুল হবে, বলছেন কপিল দেব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
বিশ্বকাপের চলতি আসরে বাজে পারফরম্যান্সের কারণে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে।
পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটার বারব আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। পাকিস্তান ক্রিকেটের এমন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
তিনি বলেন, আপনি যদি বলেন বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়, এর কারণ আপনি কেবল তার বর্তমান পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন। অথচ তার নেতৃত্বেই ছয় মাস আগে পাকিস্তান আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে ছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বাবর আজম। কিন্তু বিশ্বকাপের এবারের আসরে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। ৯ ম্যাচে চার ফিফটিতে ৪০ গড়ে ৩২০ রান করেন বাবর। প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় তাকে নিয়ে সমালোচনা হচ্ছে।
এব্যাপারে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব বলেন, যখন কেউ শূন্য রানে আউট হয় তখন ৯৯ শতাংশ মানুষ চায় তাকে বাদ দেওয়া হোক। একজন সাধারণ খেলোয়াড় যদি এসে অসাধারণ সেঞ্চুরি করে তখন সবাই তাকে সুপারস্টার বলে। তাই শুধু বর্তমান পারফরম্যান্সের দিকে তাকালে হবে না। বাবরের প্রতিভা দেখুন, সে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে।