অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিম। দুজনের জুটি করে ৬২ রানের। এর পর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে শতক পার করে লিটন।
৪৫ বলে ৩৬ রানে আউট লিটন। শান্তের ১৪ বলে ১৪ রান। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
এ পযর্ন্ত টাইগারদের সংগ্রহ ১৮ ওভার ৩ বল শেষে ১০৮ রান। এখন ব্যাট করছেন তাওহীদ হৃদয় ও শান্ত।
এর আগে ১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। দলিও ৬২ রানে আউট হন তামিম। তার সংগ্রহ ছিল ৩৪ বলে ৩৬ রান।
বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।
ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।