Logo
Logo
×

খেলা

ভারতকে হারাতে যা করতে হবে জানালেন পাকিস্তানের তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

ভারতকে হারাতে যা করতে হবে জানালেন পাকিস্তানের তারকা

বিশ্বকাপের চলমান ১৩তম আসরের হট ফেভারিট ভারত। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এবারের আসরের আয়োজকও তারা। চলতি আসরে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ভারত। 

টানা ৮ ম্যাচে জিতে সবার আগেই সেমিতে চলে গেছে বিরাট কোহলিরা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও পরিষ্কার ফেভারিট ভারত। 

গ্রুপপর্বে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংলান্ডের মতো ক্রিকেট পরাশক্তিরা। তবে সেমিফাইনালে তাদের জয়ের রথ থামাতে হলে সুপারের ফোরে ওঠা দলগুলোকে কী করতে হবে তা বাতলে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। 

পাকিস্তানের একটি চ্যানেলে আলোচনায় মিসবাহ বলেন, ‘এটা ঠিক, গ্রুপপর্বে একটি দল যত ভালো খেলে, তত বেশি তাদের ওপর প্রত্যাশা চলে আসে সবার; কিন্তু সেমিফাইনাল সম্পূর্ণ অন্যরকম পর্ব। এখানে পরিস্থিতি বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। যেকোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন।’

মিসবাহ আরও বলেন, ‘প্রথম ২-৩ ওভারের মধ্যে ভারতকে চাপে ফেলতে পারলে তখন চাপ কী জিনিস বিরাট কোহলি-রোহিত শর্মারা বুঝতে পারবে। তখনই অনেক কিছু ওদের হারাতে হতে পারে। সুতরাং প্রতিপক্ষ দলের কাছে একটা বাইরের সুযোগ থেকে যাবে। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, ‘আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াই পারবে ভারতকে হারাতে। যদিও তারা এখনো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি। তবে মনে করা হচ্ছে দ্রুতই সেমিতে উঠে যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম