Logo
Logo
×

খেলা

কী নিয়ে বাবর-ফখরের হাস্যোজ্জ্বল আলোচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

কী নিয়ে বাবর-ফখরের হাস্যোজ্জ্বল আলোচনা

বাবর-ফখরের হাস্যোজ্জ্বল আলোচনা। ছবি: ক্রিকেট পাকিস্তান

ফখর জামানের অপরাজিত ১২৬ রানের বিস্ফোরক ইনিংস এবং অধিনায়ক বাবর আজমের অপরাজিত ৬৬ রান শনিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে।

পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ উদ্বেগহীন হাস্যোজ্জ্বল আলোচনায় মেতেছেন বাবর ও ফখর। যেখানে তারা তাদের গেম প্ল্যান নিয়ে আলোচনা করছেন। 

ভিডিওতে দেখা যায়, বাবর ফখর জামানের প্রশংসা করেছেন এবং দুজনেই ইফতেখার আহমেদের পিচ চেনার ক্ষমতা সম্পর্কে একটি হালকা মুহূর্ত শেয়ার করেছেন।

ফখর হাসির সঙ্গে ইফতেখারের নাম উল্লেখ করে বলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন যে, কীভাবে নতুন বল পিচে আঁটকে যাবে।

এ প্রসঙ্গে বাবর বলেন, ‘আমাদের পুরো দলে সে সবচেয়ে অভিজ্ঞ।’

কৌতুকপূর্ণ এই আলাপচারিতায় ফখর পাল্টা বক্তব্যে জিজ্ঞাসা করেন, দলে নাকি পুরো ম্যানেজমেন্টে, এতে আরও হাসাহাসি হয়।

ক্রিকেট পাকিস্তান বলছে— যাইহোক, এর পর বাবর সিরিয়াসলি স্বীকার করেন যে, শুধু দুজন লোক সত্যিই পিচ বুঝতে পারে: মিসবাহ-উল হক ও ইফতেখার আহমেদ।

তবে ফখর তার অধিনায়কের দাবির ‘প্রতিবাদ’ করে দাবি করেন, ইফতেখার যখনই পিচের আচরণ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন, তখনই তা ভুল বলে প্রমাণ হয়েছে, এতে তাদের মধ্যে আরও হাসির উদ্রেক হয়।

এদিকে ইফতেখার সোশ্যাল মিডিয়ায় ম্যাচের বিষয়ে তার চিন্তাভাবনা শেয়ার করেছেন। এক্স-এ (আগের টুইটার) পোস্ট করা এক বার্তায় একটি ভাইরাল ভিডিও থেকে একটি বাক্যাংশ ব্যবহার করে ফখরের অসামান্য ইনিংসের প্রশংসা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম