নিউজিল্যান্ডকে হারিয়ে সুসংবাদ পেলেন ফখর জামান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

ফাইল ছবি
বিশ্বকাপে সেমিফাইনালের যাবতীয় আশা পাকিস্তানের শেষ হয়ে যেত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যেত। ঠিক এমন ম্যাচে তাণ্ডব চালিয়ে পাকিস্তানকে জেতাতে অবদান রেখেছেন ওপেনার ফখর জামান।
কিউইদের ৪০১ রানের পরও পাকিস্তান বৃষ্টি আইনে জিতেছে ফখরের ব্যাটিং তাণ্ডবেই। ৮৬ বলে করেছেন অপরাজিত ১২৬ রান! যার ব্যাটিং ম্লান করে দিয়েছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিকেও।
ফখরের অবিশ্বাস্য পারফরম্যান্সেই এখন পাকিস্তান টুর্নামেন্টে টিকে আছে। যার জন্য পুরস্কারও পাচ্ছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম পাকিস্তানি হিসেবে যে রেকর্ড গড়লেন ফখর
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ, তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এমন খবর জানিয়েছে জিও টিভি। ফখরের বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার ও ১১টি ছয়ের মার, যা বিশ্বকাপে পাকিস্তানি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি।
৩৩ বছর বয়সির অসাধারণ পারফরম্যান্সের পর তার সঙ্গে ফোনে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান।
ফখরকে বলেছেন, এমন পারফরম্যান্স আরও আশা করেন তিনি। তার পরই প্রাইজমানির কথা তাকে জানিয়েছেন।
৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ফখর।
বাবরও তখন হাফসেঞ্চুরির কাছে পৌঁছাতে থাকেন। ২১.৩ ওভারে স্কোর যখন ১ উইকেটে ১৬০। তখনই হানা দেয় বৃষ্টি। তার পর বৃষ্টি থামলে ৪১ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। সেখান থেকে ফখর আবারও তাণ্ডব চালিয়ে নিজের ব্যক্তিগত স্কোরটা ১২৬ রানে নিয়ে গেলে আবার নামে বৃষ্টি। তখন ৪ ওভারে পাকিস্তান আরও ৪০ রান যোগ করেছিল। বিধ্বংসী ব্যাটিং তখনই বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে ছিল পাকিস্তান। ফলে পরে ম্যাচটা আর শুরু করা না গেলে শেষ হাসি হেসেছে পাকিস্তান।