
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
বিশ্বকাপে প্রথম পাকিস্তানি হিসেবে যে রেকর্ড গড়লেন ফখর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

আরও পড়ুন
ক্রিকেট বিশ্বকাপে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়লেন ফখর জামান। এই তারকা ওপেনার আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দলর বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেছেন।
মাত্র ৬৩ বলে ৬টি চার আর ৯টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন ফখর জামান। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এত কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফখর।
তবে বিশ্বকাপের চলতি আসরেই মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেন কিংবদন্তি ব্যাটসম্যান শহিদ আফ্রিদি। তবে ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।