Logo
Logo
×

খেলা

হাথুরুসিংহের একটা দুর্বলতা আছে, জানালেন তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

হাথুরুসিংহের একটা দুর্বলতা আছে, জানালেন তারকা

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য। 

যে কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে ফের নিয়োগ দেওয়া হয় হাথুরুসিংহেকে।

ভারতে চলমান বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে কোচ হাথুরুসিংহেকে নিয়েও। 

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তারকা পেসার তারেক আজিজ বলেন, একেকজন কোচের একেক দৃষ্টিভঙ্গি থাকে। আমার কাছে কোনো কোচই খারাপ না। তবে আমার ছাত্র কেমন, সেটার ওপর আমার পরিকল্পনার অনেকটাই নির্ভর করে।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় হাথুরু চলে গিয়েছিল, তাকে দ্বিতীয় মেয়াদে আনাটাও যেমন ঠিক হয়নি; আবার যে প্রক্রিয়ায় আমরা একটার পর একটা কোচ বদল করছি, সেটা কোনোভাবেই ভালো কিছু হতে পারে না। সব জায়গায় গলদ রয়ে গেছে। এই গলদ ঠিক না করলে কেউই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ঘটাতে পারবে না।

তারেক আজিজ আরও বলেন, জাতীয় দলের একজন কোচ যখন আপনি নিয়োগ দেন, তখন কিন্তু তাকে দুই বছরের জন্য নিয়োগ দেন। তার মূল্যায়নটা হয় ফলাফলের ভিত্তিতে। তাই জাতীয় দলের কোনো কোচ কখনই ডেভেলপমেন্টের প্রক্রিয়ায় এগিয়ে যেতে চায় না।

সাবেক এই তারকা আরও বলেন, আমি মনে করি, হাথুরু অনেক টেকটিক্যাল একজন কোচ কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় তার একটা দুর্বলতা আছে। ও কিন্তু চায় যেকোনো মূল্যে জিততে; কিন্তু যাদের নিয়ে চিন্তাটা করছেন তারা কতটা যোগ্য সেটাও আপনাকে দেখতে হবে। এটা করতে গেলে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম