Logo
Logo
×

খেলা

কোহলি-গিলের লড়াকু জুটিতে অদম্য ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

কোহলি-গিলের লড়াকু জুটিতে অদম্য ভারত

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। প্রথম বলে চার হাকিয়ে দ্বিতীয় বলেই আউট হন রোহিত শর্মা।

তবে এরপর ‍ঘুরে দাড়িয়েছে ভারত, দমাতে পারছে না লংকানরা। শুভমান গিল আর বিরাট কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে শতরান পেরিয়েও ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এ জুটিতে তারা যোগ করেছেন ১৭৫ বলে ১৮৩ রান। দুজনই দাড়িয়ে আছেন সেঞ্চুরি করার দাড়প্রান্তে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯.৪ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৯১ রান। কোহলি ৮৭ আর গিল ৯১ রানে অপরাজিত আছেন।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এদিকে ঠিক বিপরীত মেরুতে আছে লংকানরা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।  

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। 

শ্রীলংকা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম