নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪২ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন। ফাইল ছবি
বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিং নিয়েছে নেদারল্যান্ডস। আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। দলে ঢুকেছেন শেখ মেহেদী ও তাসকিন আহমেদ।
অপরদিকে নেদারল্যান্ডসেও দুই পরিবর্তন আনা হয়েছে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ, খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।
বিশ্বকাপে দুই দলই একই অবস্থানে। ৫ ম্যাচে হেরেছে চারটি। জয় একটি করে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলে বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আমহেদ, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন।
এদিকে ইডেনে ৩৩ বছর পর নিজেদের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। কলকাতার এই মাঠে বাংলাদেশ এর আগে একটি ওয়ানডে খেলেছে। ১৯৯০ এশিয়া কাপের সেই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭১ রানে হেরেছিল টাইগাররা। ৩৩ বছর পর সেমিফাইনালের লক্ষ্য নিয়ে আরও একবার ইডেনে নেমেছে বাংলাদেশ।