বাবর আজম
পর পর তিন ম্যাচ হারার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান। এমন অবস্থায় গ্রিন শার্টধারীদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ দর্শক-শ্রোতারাও। অথচ দল বাছাইয়ে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে দলের বর্তমান শোচনীয় পরিস্থিতিতেও অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্টের প্রতি সমর্থন জানিয়েছে পিসিবি। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সমর্থন জানানো হয়।
পিসিবি তাদের বিবৃতিতে ভক্তদের ‘আবেগ ও অনুভূতি’র বিষয়টি স্বীকার করেছে। সেই সঙ্গে আশা প্রকাশ করেছে যে, বর্তমান একটি ‘চ্যালেঞ্জিং পরিবেশে’ বাবর আজম এবং দলকে সমর্থন অব্যাহত রাখবেন ক্রিকেট ভক্তরা।
রাউন্ড-রবিন পর্যায়ের টুর্নামেন্টে পাকিস্তান দলের সামনে এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। আগে দুটি জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাবর আজমরা।
জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি আশাবাদী যে, দলটি পুনরায় সংগঠিত হবে, বিপত্তি কাটিয়ে উঠবে এবং আসন্ন ম্যাচগুলিতে ইতিবাচক এবং কার্যকরভাবে পারফর্ম করবে।’
মিডিয়ার নানা সমালোচনার জবাবে পিসিবি বলেছে, ‘জয় ও পরাজয় খেলার অংশ’।
চলতি বিশ্বকাপে অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে দল গঠনে স্বাধীনতা এবং সমর্থন দেওয়া হয়েছিল জানিয়ে পিসিবি বলেছে, ভবিষ্যতে তাদের পক্ষ থেকে বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে পরাজয়ের পর গ্রিন শার্টধারীরা পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে। আইসিসির এই গুরুত্বপূর্ণ ইভেন্টের সেমিফাইনালে খেলতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে।
আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। প্রোটিয়ারা এই মেগা টুর্নামেন্টে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা যে পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে চারটি জিতেছে। অপরদিকে টানা তিন পরাজয়ে পাকিস্তান শিবিরের মনোবল খানিকটা ভেঙ্গে পড়েছে বৈকি।