পাকিস্তানকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বাংলাদেশ ৫ উইকেটের দাপুটে জয় পায়। দলের জয়ে রেকর্ড গড়েন নাহিদা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নাহিদা আক্তারের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯.৪ ওভারে ৮২ রানেই অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশ নারী দলের হয়ে ৩.৪ ওভারে মাত্র ৮ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদা। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং ফিগার।
এর আগের সেরা বোলিং ফিগারটিও ছিল নাহিদার। কেনিয়া নারী দলের বিপক্ষে গত বছর ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন ২৩ বছর বয়সি এই স্পিনার।
নাহিদার দুর্দান্ত বোলিংয়ে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।