Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে যে বাজে নজির গড়ল ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম

বিশ্বকাপে যে বাজে নজির গড়ল ইংল্যান্ড

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। গত আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় ব্রিটিশরা। 

বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের আসরের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে স্রেফ উড়ে যায় ইংরেজরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে ব্রিটিশরা। 

নিজেদের তৃতীয় ম্যাচে এশিয়ার উঠতি দল আফগানিস্তানের বিপক্ষে হেরে কঠিন সমালোচনার মুখে পড়ে যায় ইংরেজরা। সেই সমালোচনা এড়ানোর আগেই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রানের বিশাল ব্যবধানে হেরে বাজে নজির গড়ে ইংল্যান্ড। 

ওয়ানডে ক্রিকেটে এবং আইসিসি বিশ্বকাপে এটা ইংরেজদের সবচেয়ে বড় রানের ব্যবধানে হার।

 এর আগে গত বছরে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২১ রানে হারে তারা। তার আগে ২০১৮ সালে কলম্বোয় শ্রীলংকার সঙ্গে ২১৯ রানে হারে ব্রিটিশরা। 

১৯৯৪ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৫ রানে হারে ইংরেজরা। ২০০৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১৬৫ রানে হারে ইংল্যান্ড। ১৯৯৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬২ রানে হার ইংরেজরা। 

তবে ওয়ানেডে সবচেয়ে বেশি রানে হারের ইতিহাস গড়ে শ্রীলংকা। তাদের ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।

তবে বিশ্বকাপে সবচেয়ে বড় রানে হারে আফগানিস্তান। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আফগানদের ২৭৫ রানের বড় ব্যবধানে হারায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম