ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ১৮তম গতকাল শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে মুখোমুখি হয় পাকিস্তান-অস্ট্রেলিয়া।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে রেকর্ড রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ৬২ রানে হারের পর মাঠে স্টার স্পোর্টসের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়া ম্যাচ জেতায় স্বাভাবিকভাবেই ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ খোশমেজাজে ছিলেন। এ সময় ওয়াকার মজা করে বলেছেন, ‘আমি অর্ধেক অস্ট্রেলিয়ান। আমাকে শুধু পাকিস্তানি বলবেন না।’
ওয়াকার ইউনুসের সেই মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া ওয়াকার বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত চিকিৎসক ফারইয়ালকে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে ক্যাসল হিল শহরে তার পরিবার বসবাস করে।
হয়তো এ কারণেই নিজেকে অর্ধেক অস্ট্রেলিয়ান দাবি করেছেন পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলে ৬৩৫ উইকেট শিকার করা কিংবদন্তি এই পেসার।