বিশ্বকাপে এবারের আসরের হট ফেভারিট ভারত। কোহলিদের ঘরের মাঠেই হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে ফুরফুরে মেজাজে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
ভারত নিজেদের প্রথম তিন ম্যাচে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, প্রতিবেশী আফগানিস্তান ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হের ব্যাকফুটে রয়েছে টাইগাররা।
বৃস্পতিবার জয়ের লক্ষ্যেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে আর মাত্র ৪ রান করলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক হবেন মুশফিক। ভারতের বিপক্ষে ৯০ রান করতে পারলে অস্ট্রেলিয়ান সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যাবেন মুশফিক।