ভারতের বিপক্ষে হারের কারণ জানালেন ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম
এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ।
গত শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
সেই ম্যাচে ২ উইকেটে ১৫৫ রান করে ভালো পজিশনেই ছিল পাকিস্তান। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯১ রানেই অলআউট হয় বাবর আজমরা।
টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে হারের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলকে ওয়াসিম আকরাম বলেছেন, আমি এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। এখন কোনো ফিটনেস পরীক্ষা হয় না। মিসবাহ যখন কোচ এবং নির্বাচক ছিলেন, তখন তিনি ইয়ো-ইয়ো টেস্ট এবং অন্যান্য পরীক্ষা করাতেন।
তিনি আরও বলেন, একজন পেশাদার ক্রিকেটারের অন্তত মাসে একবার ফিটনেস পরীক্ষা করা উচিত। যদি আপনি সেটা না করেন তাহলে কী হতে পারে! ২ উইকেটে ১৫৫ করার পর ১৯৯ রানে অলআউট এবং পরাজয়!