Logo
Logo
×

খেলা

মিকি আর্থারের মন্তব্যে চটেছেন ওয়াসিম-মঈন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম

মিকি আর্থারের মন্তব্যে চটেছেন ওয়াসিম-মঈন

ওয়াসিম আকরাম, মিকি আর্থার ও মঈন খান

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে গত ১৪ অক্টোবর মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এতে বড় ব্যবধানে জয়লাভ করেন স্বাগতিকরা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান দলের টিম ডিরেক্টর মিকি আর্থার যে মন্তব্য করেছেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এমনকি তার ওই মন্তব্যে চটেছেন সাবেক পাক ক্রিকেট স্টার ওয়াসিম আকরাম, মঈন খানরা।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে মিকি আর্থারের মনে হয়েছে, সেটি আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) নয়, বরং বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) ইভেন্ট। তিনি বলেছেন, ভারতের মাঠে শুধু তাদের গানই চলেছে, ‘দিল্ দিল্ পাকিস্তান’ বাজানো হয়নি। 

এদিকে খেলার বাইরের বিষয় নিয়ে পাকিস্তান টিম ডিরেক্টর আর্থারের এমন মন্তব্যে বেজায় চটেছেন ওয়াসিম আকরাম, মঈন খানরা।

আর্থার কী বোঝাতে চেয়েছিলেন, শনিবারের ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বলা তার কথার পুরোটা জানলে ধারণা পাওয়া যাবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রতীক্ষিত দ্বৈরথে স্বাগতিকদের দর্শক সুবিধা পাওয়ার প্রশ্নে আর্থারের জবাব ছিল, 'সত্যি বলতে কী— এটি দেখে ঠিক আইসিসির ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে, দ্বিপাক্ষিক কোনো সিরিজ। মনে হয়েছে, বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে ‘দিল্ দিল্ পাকিস্তান’ খুব একটা শুনিনি। এটির ভূমিকা থাকলেও অজুহাত হিসেবে দেখাতে চাই না।'

আর্থার এই মন্তব্য করেছেন বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের হারের পর। ব্যাটিংয়ে ভালো শুরুর পর নাটকীয় ধসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। স্টেডিয়ামে তখন লক্ষাধিক দর্শক।

ধরাশায়ী হওয়ার পর খেলার সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছু নিয়ে আলাপ ওঠা ভালো লাগেনি পাকিস্তানের সাবেক তারকাদের। আর্থারের উদ্দেশে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, ‘ভাইয়া, আমাদের এটা বলুন যে, আপনারা কী পরিকল্পনা করেছিলেন, রহস্যময় স্পিনার কুলদীপ যাদবকে কীভাবে খেলতে হবে। এসব আমরা শুনতে চাই। এলোমেলো কথাবার্তা না।'

'আপনি যদি মনে করে থাকেন, এসব বলে পার পেয়ে যাবেন, তা হলে দুঃখিত। সেটি হচ্ছে না। ম্যাচে হার-জিত থাকেই। তবে আমরা জানতে চাই পরিকল্পনা কেমন ছিল, ওসব ব্যাপারে।'

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে আকরামের সঙ্গে ছিলেন মঈনও। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক বিষয়টিকে দেখেছেন একই চোখে, '(আর্থার সবার) মনোযোগ ঘুরিয়ে দিচ্ছেন। এত লোকের মন খারাপ হয়েছে ম্যাচ হেরে, হতাশ সবাই। আর আপনি তাদের আবেগী করে তুলছেন অন্যদিকে নিয়ে গিয়ে। পেশাগতভাবে যে কাজটা আপনার, সেটি নিয়েই আলোচনা করা উচিত।'

আইসিসির ইভেন্টে এ রকম হওয়া উচিত নয় মানলেও মঈন মনে করছেন, 'হ্যাঁ, ঠিক আছে। আইসিসি ইভেন্টে এ রকম হওয়া উচিত নয়। তবে কোচ (মূলত টিম ডিরেক্টর) হিসেবে এসব কথা বলা তার উচিত না।'

নিজেদের মাটিতে ইভেন্ট হলে যে কোনো ক্রিকেট খেলুড়ে দেশই চাইবে তার সুবিধা আদায় করে নিতে। ভারতও হাঁটছে একই পথে। এখান থেকে শিক্ষা নেওয়ার পরিস্থিতি দেখছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক, 'আমাদের উলটো তাদের (ভারতের) প্রশংসা করা উচিত। আমরা শিক্ষা নিতে পারি। যদি এমনটাই হয়ে থাকে (কেবল ভারতীয় গানই বাজানো হয়েছে), তা হলে আমাদের এখানে আইসিসি ইভেন্ট হলে আমরাও সেটা কাজে লাগাতে পারি।'

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম