চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে ডেভন কনওয়েকে সাজঘরে পাঠালেন সাকিব আল হাসান। তার রিভার্স সুইপের চেষ্টায় ব্যর্থ হন নিউজিল্যান্ড ওপেনার। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন কনওয়ে। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত অফ স্টাম্পে। ভাঙে ১০৫ বল স্থায়ী ৮০ রানের জুটি।
নতুন ব্যাটসম্যান ড্যারেল মিচেল এসেই মারেন ছক্কা। সীমানায় মাহমুদউল্লাহ তৎপর হলে হয়তো ক্যাচও হতে পারত। পরের বলে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টায় একটুর জন্য রান আউট হননি মিচেল।
এর আগে জুটি ভাঙার আরেকটি সুযোগ হারায় বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে উইলিয়ামসনের ক্যাচ ধরতে পারেননি তাসকিন আহমেদ। ২৭ রানের মাথায় বেঁচে যান কিউই অধিনায়ক।
উনিশতম ওভারের দ্বিতীয় বলে সাকিবের পায়ের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলেন উইলিয়ামসন। বল হাওয়ায় ভেসে যায় মিড উইকেটের দিকে। শর্ট মিড উইকেট থেকে বাম দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও সেটি তালুতে নিতে পারেননি তাসকিন।
এর আগে ৪ রানের মাথায় পয়েন্টে দাঁড়িয়ে ডেভন কনওয়ের ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
৩০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। কনওয়ে ৫৮ বলে ৪৫, উইলিয়ামসন ৮৭ বলে ৫৯ রানে খেলছেন।