Logo
Logo
×

খেলা

ভিসা পেলেন পিসিবি সভাপতি ও ৬০ সাংবাদিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

ভিসা পেলেন পিসিবি সভাপতি ও ৬০ সাংবাদিক

আহমাদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন পিসিবি সভাপতি। ছবি: ডন

ভারতে চলমান বিশ্বকাপে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। কিন্তু মাঠে পাকিস্তানি সমর্থক তো দূরের কথা, দেশটির একজন সাংবাদিকও ছিলেন না দেশের ম্যাচ কভার করার জন্য। তবে এই প্রথম ৬০ জন পাকিস্তানি সাংবাদিককে ভারত সফরের ভিসা দিয়েছে নয়াদিল্লি। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফকেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে থাকবেন ৬০ জন পাকিস্তানি সাংবাদিক। তাদের প্রত্যেকের ভিসা মঞ্জুর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ৬০ সাংবাদিকের প্রত্যেককে ফোন করে তাদের ভিসা মঞ্জুরির কথা জানানো হয়েছে।

ডন জানিয়েছে, এখন তারা ভারতে বিশ্বকাপের সব ম্যাচ কভার করতে পারবেন। সাংবাদিকদের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্টও দিতে হয়েছে। আহমেদাবাদে পাক সাংবাদিকরা ছাড়াও উপস্থিত থাকবেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফও। তার ভিসাও মঞ্জুর করেছে ভারত সরকার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম