Logo
Logo
×

খেলা

রোনালদিনহো আসছেন ঢাকায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম

রোনালদিনহো আসছেন ঢাকায়

রোনালদিনহো । ছবি: সংগৃহীত

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ১৮ অক্টোবর ঢাকায় আসছেন। 

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। 

তিনি জানিয়েছেন, রোনালদিনহোও এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন।

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘আমার সোনার বাংলা’...আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’ 

শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনহো ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনহো ঢাকা ছাড়বেন।’ ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনালদিনহো বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সি এই স্ট্রাইকার রোনালদিনিহকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। 

বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনিওর ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরি আ জিতেছেন রোনালদিনিও। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম