Logo
Logo
×

খেলা

সাকিবদের আরেক দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

সাকিবদের আরেক দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিলেন সাকিব আল হাসানরা। তবে তাদের সেই সুখস্মৃতি মুছে দিয়েছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ১৩৭ রানে হেরেছে বাংলাদেশ। 

সেই ‘কাটা গায়ে নুনের ছিটা’ দিল এবার আইসিসি। ইংলিশদের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে শাস্তি পেল বাংলাদেশ। এই অপরাধে ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে সাকিবদের। 

আরও পড়ুন: শ্রীলংকাকে হারিয়ে যত রেকর্ড গড়ল পাকিস্তান

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের বিপক্ষে স্লো ওভাররেটের অভিযোগ আনেন। তার সঙ্গে ছিলেন অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। 

নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে সাকিবের দল। এই লঘু অপরাধের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে তাদের। অধিনায়ক সাকিব এই অপরাধ স্বীকার করায় কোনো ধরনের শুনানির প্রয়োজন পড়েনি আইসিসির।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম