Logo
Logo
×

খেলা

ফিঞ্চের বিশ্লেষণে কি সুবিধা পাবে বাংলাদেশ-আফগানিস্তান?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১১:৫৯ এএম

ফিঞ্চের বিশ্লেষণে কি সুবিধা পাবে বাংলাদেশ-আফগানিস্তান?

অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়ান বোলাররা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। মূলত ভারতীয় স্পিনারদের সামনে সংগ্রাম করতে দেখা গেছে অজি ব্যাটারদের। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবদের নিয়ে গড়া স্পিন আক্রমণের সামনেই লুটিয়ে পড়েছিল অজিরা। 

এবার সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ স্পিন আক্রমণে শক্তিশালী বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলোর জন্য পরিকল্পনা করার মোক্ষম উপায় আগাম বাতলে দিয়েছেন। ভারতের স্পিনারদের সামনে অজি ব্যাটারদের অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছে। ছয়টি উইকেট শিকার করেছিল জাদেজা-কুলদীপরা। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৯৯ রানে। জবাবে রাহুল-কোহলি দেখিয়ে দেন এই পিচে ব্যাটিং মোটেও কঠিন না।

জাদেজা তিনটি, কুলদীপ দুইটি ও অশ্বিন একটি উইকেট শিকার করেন। তাদের স্পিন আক্রমণের সামনে অসহায় ভূমিকায় দেখা যায় অজি ব্যাটারদের। উপমহাদেশের মাটিতে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আর উপমহাদেশের বাইরের দলগুলোর স্পিনে কিছু দুর্বলতা আছে- এ নতুন কিছু নয়।

সাবেক অজি অধিনায়ক ফিঞ্চের মতে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যদি স্পিন আক্রমণের বিপক্ষে খেলার সময় তাদের মানসিকতা পরিবর্তন না করেন, তাহলে এই বিশ্বকাপে আরও বেশি ভুগতে হবে তাদের।

ভারতীয় স্পিনারদের সামনে অজিদের মুখ থুবড়ে পড়া দেখে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ভেতরে ডট বল কম খেলার ও স্ট্রাইক রোটেট করার পরিকল্পনা ছিল। বিশ্বমানের স্পিনের বিপক্ষে এগুলো করতে হবে। কিন্তু আপনি তাদেরকে এভাবে নিজের ইচ্ছামতো বোলিং করার সুযোগ দিতে পারেন না।

স্পিনের বিপক্ষে এই রক্ষণাত্মক খেলা দেখেই চটেছেন সাবেক অধিনায়ক ফিঞ্চ।

সামনের ম্যাচগুলোতে এশিয়ার সেরা স্পিনারদের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, আফগানিস্তানের রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, শ্রীলংকার মহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে- সবাই ভালো ফর্মে আছেন। ফলে ভারতের মাটিতে অজিদের কঠিন পরীক্ষা নিতে পারেন এই বোলাররা।

ফিঞ্চ বলেন, অস্ট্রেলিয়ান ব্যাটারদের আগ্রাসনের কিছুটা অভাব ছিল। তারা যে অভিপ্রায় দেখিয়েছে এবং ভারতের ওপর কোনো চাপ ফিরিয়ে দিতে পারেনি তা হতাশাজনক। স্পিনের বিপক্ষে খেলার সময় আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। পায়ের কাজ আরও বেশি করতে হবে এবং হিসাব করে কিছু ঝুঁকি নিতে হবে।

অবশ্য অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনেতে। পুনের উইকেট ব্যাটিং স্বর্গ হিসেবেই পরিচিত। এই মাঠে বোলাররা খুব একটা সুবিধা পান না। তবে অজি ব্যাটারদের দুর্বলতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিনাররা সুবিধা নিতে পারেন কিনা তা সময়ই বলে দেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম