Logo
Logo
×

খেলা

‘ঢাকার যানজটের কারণে’ মেজাজ হারিয়ে ব্যাট ভাঙেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম

‘ঢাকার যানজটের কারণে’ মেজাজ হারিয়ে ব্যাট ভাঙেন লিটন

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরের তৃতীয় ম্যাচে শনিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আসরের শুভ সুচনা করেছে বাংলাদেশ। 

আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানরা প্রশংসিতও হচ্ছেন। 

শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে টিভিতে টক শোতে অংশ নিয়ে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মিরাজের প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

সেই টক শোতে ছিলেন ওয়াসিম আকরাম, শোয়েব মালিক, মিসবাহ-উল-হকরা। টাইগারদের ব্যাটিং নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক কিছু নির্ভর করছে সাকিবের ওপর। লিটন দাসও অনেক উন্নতি করেছে।’ 

নাজমুল হোসেন শান্ত প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, ‘শান্ত নামে বাংলাদেশে এক ব্যাটসম্যান এসেছে। তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। সেও দারুণ ছন্দে আছে।’

শোয়েব মালিকের কথা শেষ হতেই, ওয়াসিম আকরাম বলেন, ‘লিটন দাসও কিন্তু খুব ভালো।’ লিটনের সাম্প্রতিক ফর্ম যে ভালো যাচ্ছে না, সেটি মনে করিয়ে দিয়ে শোয়েব আখতার বলেন, ‘লিটন দাস কিছুটা লড়াই করছে। তাকে আমি হতাশা প্রকাশ করতেও দেখেছি। এক ম্যাচে সে তো নিজের ব্যাটও ভেঙে ফেলেছে আউট হওয়ার পর।’ 

বাংলাদেশি খেলোয়াড়দের চড়া মেজাজের কথা উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেছেন, ‘তাদের অনেক রাগ করতে দেখা যায়। আমি যাদের সঙ্গে খেলেছি, তারা খুব দারুণ মানুষ ছিল। এখনো বাংলাদেশের মানুষ খুবই দুর্দান্ত। হয়তো তরুণ খেলোয়াড়েরা মুহূর্তের উত্তেজনায় এমন আচরণ করে।’

ওয়াসিম আকরামের কথা শেষ না হতেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেন, ‘ঢাকার যানজটের কারণেও এমনটা হতে পারে।’

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় মেজাজ হারিয়ে নিজেই নিজের ব্যাট আছড়ে ভাঙার চেষ্টা করেন লিটন কুমার দাস। সেই ঘটনাকেই টক শোতে টেনে আনলেন পাকিস্তানি তারকা ক্রিকেটাররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম