Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে বিতর্কিত সেই নিয়ম পাল্টাল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১০:৩২ পিএম

বিশ্বকাপে বিতর্কিত সেই নিয়ম পাল্টাল আইসিসি

বিশ্বকাপের গত আসরে অদ্ভুত নিয়মের কারণে শিরোপা ঘরে তুলতে পারেনি নিউজিল্যান্ড। সুপার ওভারে দুই দল সমান রান করার পরও ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দুই দলের রান সমান হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দুই দলের স্কোর সমান হয়। তখন যে দল বেশি বাউন্ডারি মেরেছিল, তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

বিতর্কিত সেই নিয়ম এবার বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। গত বিশ্বকাপে সেই ফলাফলের পরেই আইসিসি তীব্র সমালোচনার মুখে পড়ে। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগও উঠেছিল।

বিশ্বকাপের গত আসরের ফাইনালে হারের সেই প্রতিশোধ চলতি আসরের প্রথম ম্যাচেই নেয় নিউজিল্যান্ড। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গত আসরের ফাইনালে খেলা দুই দল।

বৃহস্পতিবার বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। টার্গেট তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম