Logo
Logo
×

খেলা

ডাচদের গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম

ডাচদের গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা পাকিস্তানের

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের। ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস।

এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ৪১ ওভারে ২০৫ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে ৬৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৭ রান করেন বাস ডি লিড। ৬৭ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৫২ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।

এছাড়া ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থেকে দলের হারের ব্যবধান কিছুটা কমান লোগান ব্যান বেক। পাকিস্তানের ৮১ রানের বিশাল জয়ে ৩ উইকেট নেন হারিস রউফ। ২ উইকেটনেন হাসান আলি।

শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।

আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। 

এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ৭০ বলের ৬৪ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়না।

কিন্তু শেষ দিকে ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে, পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। 

দলের হয়ে ৫২ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬৮ রান করেন সৌদ শাকিল। ৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন সহ-অধিনায়ক শাদাব খান।

নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভারে ৬২ রানে ৪ উইকেট নেন বেস ডি লিড। ২ উইকেট নেন কলিন একারম্যান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম