
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪২ এএম
ডাচদের সঙ্গেই নাজেহাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

আরও পড়ুন
বিশ্বকাপের তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডস। বাছাই পর্ব থেকে উঠে আসা ডাচদের বিপক্ষে খেলতে নেমেই বিপদে পাকিস্তান। স্কোর বোর্ডে ৩৮ রান জমা করতেই প্রথমসারির ৩ ব্যাটসম্যানকে হারায় ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।।
শুক্রবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস ক্রিকেট দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩.৪ ওভারে ওপেনার ফখর জামানের (১২) উইকেট হারায় পাকিস্তান। ৮.৩ ওভারে দলীয় ৩৪ রানে ফেরেন অধিনায়ক বাবর আজম (৫)। ৯.১ ওভারে দলীয় ৩৮ রানে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হক (১৫)।