Logo
Logo
×

খেলা

বিশ্বকাপেই মেইডেন সেঞ্চুরি রাচিনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম

বিশ্বকাপেই মেইডেন সেঞ্চুরি রাচিনের

চলতি বছরের ২৫ মার্চ শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হয়ে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন রবিন্দ্রর। অভিষেকর পর থেকে জাতীয় দলের হয়ে ১৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।  

ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাচিন রবিন্দ্র খেলেন ৯৭ রানের অনবদ্য ইনিংস। সেই ম্যাচে নিউজিল্যান্ড ৩৪৬ রানের বিশাল টার্গেট তাড়ায় জয় পায়। 

প্রস্তুতি ম্যাচের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চেও।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট তাড়ায় দারুণ ব্যাটিং করেন রাচিন রবিন্দ্র।

এদিন ৮২ বল মোকাবেলা করে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন রাচিন। তার আগে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে সেঞ্চুরি হাঁকান। তাদের জোড়া সেঞ্চুরিতে জয়ের পথে নিউজিল্যান্ড। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম